পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে গতকাল রোববার আরও ৩২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে ওই খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
উত্তরার দিয়াবাড়ির ওই খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে যারা লিপ্ত, তারাই এখানে অস্ত্র ফেলে রেখে গেছে। এই ঘটনা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে ৯৫টি ৭.৬২ বোরের পিস্তল, দুটি নাইন এমএম পিস্তল, ১০৬০টি গুলি (এর মধ্যে ৭.৬২ বোরের গুলি ২২০টি ও নাইন এমএম পিস্তলের গুলি ৮৪০টি), ৪৬২টি ম্যাগাজিন (৭.৬২ বোরের ১৮৯টি, এসএমজির ২৬৩টি ও পিস্তলের ১০টি), ১০টি বেয়নেট ও গুলি বানানোর ছাঁচ ১০৪টি। সাতটি ট্রাভেল ব্যাগের মধ্যে এগুলো ছিল।
ডিএমপি কমিশনার বলেন, যারা দেশে স্বাধীনতা চায় না, গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশের উন্নয়নে বিশ্বাস করে না, যুদ্ধাপরাধীদের বিচার চায় না, এমন চক্রই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকের অস্ত্র উদ্ধার এই ষড়যন্ত্রেরই অংশ। এসব অস্ত্র কে বা কারা ফেলে গেছে সে বিষয়টি খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সবক’টি ইউনিট কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, যে পাজেরো গাড়িটি এখানে এসে অস্ত্র ফেলে গেছে সেই গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় কোথায় গেছে সে বিষয় আমাদের গোয়েন্দা পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।