Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১৮ বছর বয়সী দেশের প্রবীণতম ব্যক্তি এম এ হাকিম

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

গিনেস বুকে নাম উঠবে কবে
আইয়ুব আলী : দেশের প্রবীণতম ব্যক্তি চট্টগ্রামের এম এ হাকিম। ব্রিটিশ দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক নায়েক হাকিম ব্রিটিশ ও পাকিস্তান আর্মির গোয়েন্দা কোর এফআইও থেকে ১৯৫৩ সালের ২২ এপ্রিল অবসর গ্রহণ করেন। তার সৈনিক নম্বর-২০০৬৮৯। ১৮৯৮ সালের ১ জানুয়ারি শরীয়তপুরের নড়িয়া থানার মগর গ্রামে এম এ হাকিমের জন্ম। তার বয়স এখন ১১৮ বছর। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এরশাদনগরে সরকারি বরাদ্দপ্রাপ্ত ৪১৮ নম্বর প্লটে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। ১১৮ বছর বয়সে তিনি এখনো শারীরিকভাবে সবল। কোনো লাঠি ছাড়াই তিনি চলাফেরা করতে পারেন। গত বছর (২০১৫) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল ১১৬ বছর বয়সী সুসানা মুশাট জোন্সের। কয়েক দিন রোগ ভোগের পর গত ১২ মে বৃহস্পতিবার রাতে ব্রুকলিনে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। ১৮৯৯ সালে আলাবামার মন্টগোমেরিতে জন্ম হয় জোন্সের। ১৯২২ সালে স্কুলের গ-ি পার করেন তিনি। এরপর নিউ ইয়র্কে হাউজকিপারের চাকরি নিয়ে চলে যান তিনি। ১৯৬৫ সালে চাকরি জীবন থেকে অবসর নেন জোন্স। গত বছর জাপানের টোকিওতে মিশাও ওকাওয়ার ১১৭ বছর বয়সে মৃত্যুর পরই জোন্সকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে ঘোষণা করা হয়। নামও ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এম এ হাকিমের প্রত্যাশা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটিও ঠাঁই পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১১৮ বছর বয়সী দেশের প্রবীণতম ব্যক্তি এম এ হাকিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ