পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় নাটোরের সিংড়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, গত শনিবার নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দিলিপ কুমার সরকারের ছেলে আদিত্য সরকার ওরফে কাজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করে আপত্তিকর পোস্ট দেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ফেসবুকে আপত্তিকর ওই পোস্টটি দেখে স্থানীয় কয়েকজন যুবক দেখে সংগঠিত হয়ে দিলিপ কুমার সরকারের বাড়িতে হামলার পরিকল্পনা করে।
বিষয়টি আইনশৃঙখলা বাহিনী টের পেয়ে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থান নেয়। পরে হাসান আলীর ছেলে সোহেল রানা, মমিনের ছেলে সাদ্দাম হোসেন, আফছার আলীর ছেলে কামাল হোসেন ও হোসেন প্রামাণিকের ছেলে রাব্বানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আদিত্য সরকার ওরফে কাজলের পিতা দিলিপ কুমার সরকার ও মাতা শ্রীমতি অর্চনা সরকারকে সিংড়া থানায় নিয়ে যায় পুলিশ।
ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে তথ্য প্রকাশ,সম্প্রচার, উস্কানি প্রদান ও মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগ এনে আদিত্য সরকার ওরফে কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সিংড়া থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির। এ ঘটনায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি,নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিংড়া থানার ওসি ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,মহানবীকে নিয়ে কটুক্তি করায় আদিত্য সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকার আইনশৃঙ্খলা শান্ত রাখতে চারজনকে আটক করে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।