পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা পুরান ঢাকার দনিয়া পাটেরবাগ থেকে আদর্শ সড়ক এবং ইটালি মার্কেট থেকে রহমতবাগ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের কাজের জন্য এই সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাস জানায় পাইপলাইনের সংযোগস্থলে মেরামত এবং সংযুক্তির কাজের জন্য এই এলাকার শিল্প, ক্যাপটিভ, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দনিয়া জিয়া সরণি, পাটেরবাগ, জুরাইন, মীর হাজারিবাগ, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড এবং এর আশেপাশের এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।