Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নেই -সেতুমন্ত্রী

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় বর্তমানে রেজিস্ট্রেশনবিহীন কোন যানবাহন নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে গতকাল (শনিবার) প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা খানমের এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এক ধরনের বিশেষ ডিভাইস নম্বর প্রবর্তন করায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ঢাকা মহানগরীতে নেই বললেই চলে। ভুয়া/জাল লাইসেন্স ব্যবহারকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পুলিশ বিভাগও ভুয়া/জাল লাইসেন্স ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে এবং এ কার্যক্রম অব্যাহত আছে। স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করায় ভুয়া লাইসেন্স ব্যবহারকারী চালকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।’
এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনের দায়িত্ব এককভাবে কোনো মন্ত্রণালয়-বিভাগ বা এর অধীনস্থ অধিদফতর-কর্তৃপক্ষ-সংস্থা-প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত নয়। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা মহানগরীর যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ এবং আওতাধীন অধিদফতর-কর্তৃপক্ষ-সংস্থা-প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর অধীনস্থ অধিদফতর-কর্তৃপক্ষ-সংস্থা ঢাকা মহানগরীর যানজট নিরসনকল্পে বর্তমান সরকারের গত মেয়াদ থেকে এ পর্যন্ত সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ঢাকা মহানগরীর পশ্চিমাংশের সাথে বুড়িগঙ্গা তীরবর্তী কেরানীগঞ্জের যাতায়াত সহজ করার জন্য শহীদ বুদ্ধিজীবী সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু) নির্মাণ। টঙ্গী রেলওয়ে জংশন ও টঙ্গী শিল্প এলাকার লেভেল ক্রসিংয়ে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু নির্মাণ করা হয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঢাকা মহানগরীর পূর্ব-পশ্চিম যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে ১৭৯৩ মিটার দীর্ঘ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভার (মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার) নির্মাণ করা হয়েছে। দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের যানবাহনের ঢাকা প্রবেশ ও নির্গমন সহজ করার লক্ষ্যে নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীতে ব্যক্তিগত যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করে গণপরিবহনে যাতায়াতের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৈদেশিক সহায়তায় বিআরটিসির বাস বহরে আরও ৩০০টি দ্বিতল বাস, ২০০টি একতলা এসি ও ১০০টি একতলা নন-এসি বাস সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া পুরাতন জরাজীর্ণ ট্যাক্সিক্যাবের পরিবর্তে মহানগরীতে আধুনিক ও মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু এবং বিআরটিএ’র উদ্যোগে গাড়ি চালক, সড়ক ব্যবহারকারী ও পথচারীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতামূলক বিষয়ে নিয়মিতভাবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকায় রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নেই -সেতুমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ