Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে ৩০০ মণ সুতলীসহ ট্রাক নিয়ে গেলেন পৌর কাউন্সিলর

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার এআরএ জুটমিলের ৩০০ মণ পাটপণ্যসহ (সুতলী) একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিমলা বাজারের ফায়ার সার্ভিস রোডে এ ঘটনা ঘটে।
জুটমিল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এআরএ জুটমিলে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ৩০০ মণ পাটের তৈরি পণ্য (সুতলী) ট্রাকভর্তি করা হয়। ট্রাকটি (নং ঢাকা মেট্টো ট-১৮-১৭৩৬) রাত ১০টার দিকে রাজধানীর ইমামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী ট্রাকটি জিম্মি করে আরামনগর বাজারে নিয়ে যায়। রাতেই তারা ট্রাকের পাটপণ্যগুলো নামিয়ে নেয়। এ ঘটনার পর ট্রাকচালক ধানাটা গ্রামের সুরুজ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান।
এআরএ জুট মিলের ভাড়াটিয়া মালিক (ভারপ্রাপ্ত নির্বাহী) কাওসার আহম্মেদ জানান, ‘ট্রাকের মালগুলো ইমামগঞ্জের এসকে এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়েছে। রাস্তায় কোনো মাল বা ট্রাক ছিনতাই হলে সে দায়ভার ক্রেতার; মিল কর্তৃপক্ষের নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এআরএ জুটমিলের কয়েকজন শ্রমিক নেতা জানান, ‘সরিষাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম তার লোকজন নিয়ে প্রকাশ্যে মালসহ ট্রাকটি নিয়ে যান।’ এ ব্যাপারে পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি এআরএ জুটমিলের কাছে পাট বিক্রি করেছি, তাই মিল কর্তৃপক্ষের কাছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে টাকা না দেয়ায় মালসহ ট্রাকটি আমি নিয়ে এসেছি। আমার টাকা দিয়ে তারা মাল নিয়ে যাবে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলাল উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বিধায় বিষয়টি আমার জানা নেই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরিষাবাড়ীতে ৩০০ মণ সুতলীসহ ট্রাক নিয়ে গেলেন পৌর কাউন্সিলর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ