Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বোরোর বিকল্পে সরিষা চাষ অধিক লাভজনক ফসল’

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশে সাধানরত তিনটি মৌসুমে (আউশ, আমন এবং বোরো) ধান চাষ করা হয়। এর মধ্যে বোরো ধান চাষে সেচের মাধ্যমে অধিক ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়। এতে খাবার পানির জন্য ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে। এমনকি দেশে ধানের অধিক উৎপাদনে বাজারে দাম পাচ্ছে না কৃষকরা। তাই বোরো মৌসুমে ধানের বিকল্প হিসেবে তেল জাতীয় শস্য বিশেষ করে সরিষা একটি লাভজনক ফসল।
বোরো মৌসুমে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা সরিষা ৪, ৯ এবং ১০ চাষ করলে একরে ২০-২১ মণ সরিষা পাওয়া সম্ভব যা বোরো ধানের চেয়ে অধিক লাভজনক। ‘বিনা উদ্ভাবিত সরিষার সম্প্রসারণযোগ্য জাতসমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং নতুন শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

গতকাল সকাল ১০ টার দিকে বিনার প্রশিক্ষণ হলে ময়মনসিংহ জেলার প্রায় একশত কৃষকের মাঝে বিনা উদ্ভাবিত উন্নত সরিষার বীজ বিতরণ করা হয় এবং উদ্ভাবিত সরিষার চাষ পদ্ধতি, রোগ ও রোগ নিরাময়ে করণীয় প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হয়। ‘পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে ডাল, তেলবীজ ও দানাজাতীয় ফসলের উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন’ কর্মসূচির আওতায় বিনা এ প্রশিক্ষণের আয়োজন করে।

মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী আরও বলেন, দেশে প্রয়োজনের মাত্র ২০ ভাগ তেল উৎপাদন হয়। বাকি ৮০ ভাগ তেল আমদানি করতে হয় বাহিরের বিভিন্ন দেশ থেকে। এসব তেলের বেশিরভাগ আবার ভেজালে পরিপূর্ণ। তাই দেশে ভেজালমুক্ত তেলের চাহিদা মেটাতে বিনা উদ্ভাবিত সরিষা চাষে কৃষক সমাজকে এগিয়ে আসতে হবে।

বিনার গবষণা বিভাগের পরিচালক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মো. আজগার আলী সরকার, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আসাদউল্লাহ, বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মালেক। অনুষ্ঠানে বিনা সরিষার জাত সম্পর্কে একটি প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আব্দুল মালেক এবং সরিষার রোগ সম্পর্কে ধারণা দেন বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহীম খলিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ