Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যা থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

পূর্বশত্রুতার জের ধরে
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাওহিদ (৭) নামে এক শিশুকে হত্যার পর গুম করার উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিখোঁজের তিনদিন পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাওহিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু তাওহিদ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, সকালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় শীতলক্ষ্যা নদীতে শিশু তাওহিদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।
তাওহিদের পিতা কবির হোসেন অভিযোগ করেন, গত দুই বছর আগে তার বড় ভাই কাদিরের মেয়ে কারিমার সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে কাউসার মিয়ার প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর কাউসারের পরিবার এ বিয়ে মানতে রাজি নয়। এরপর গত এক বছর আগে শ্বশুর আনোয়ার হোসেন, জামাতা কাউসারসহ শশুরবাড়ির লোকজন কারিমাকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে। এরপর গত ৩ মাস আগে ভাতিজি কারিমার বিষয়াদি নিয়ে কবির হোসেনের সঙ্গে আনোয়ার হোসেনের বাক-বিত-া হয়। পরে উভয় পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই এ ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। ভাতিজি কারিমার পক্ষে মামলায় সহযোগিতা করতেন কবির হোসেন। সেই থেকে কবির হোসেনের সঙ্গে আনোয়ার হোসেন, কাউসারদের বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরেই আনোয়ার হোসেন ও কাউসারসহ তাদের লোকজন গত বৃহস্পতিবার সকালে ছেলে তাওহিদকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয় বলে কবির হোসেন দাবি করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যা থেকে শিশুর লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ