পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলার বোরহানউদ্দিনে গত রোববার পুলিশ-জনতার সংঘর্ষে নিহত তিন পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনারম্ভর পরিবেশে ওই অনুদান প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভোলা জেলা কোস্ট ট্রাস্ট্রের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আ. রব নিহত আবু রায়হান ও মো. শাহিনের স্বজনদের হাতে মাথাপিছু নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া ওইদিনে একই ঘটনায় নিহত মনপুরা উপজেলার মো. মিজানুর রহমানের স্বজনদের হাতে মনপুরা কোস্ট ট্রাস্টের অফিস থেকে একই পরিমাণ টাকা তুলে দেয়া হয়েছে বলে ভোলা জেলা কোস্ট ট্রাষ্টের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আ. রব নিশ্চিত করেন। তবে নিহত মাহফুজের পরিবার টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।