Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখর

হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল চলছে রাজধানীতে। গুলশানের গার্ডেনিয়া গ্র্যান্ড হলে চার দিনব্যাপি এস এম ই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন ছিল গতকাল। এই দিনটি ছিল শুধুই বাংলাদেশের বিদেশী মিশনের কূটনীতিক ও বিদেশী অতিথিদের জন্য নির্ধারিত। দ্বিতীয় দিনের বিশেষ এই আয়োজনে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
দিনব্যাপি বিদেশী ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। এ সময় ফেস্টিভ্যালের নানা দিক তুলে ধরেন এএফডিবি’র সভাপতি মানতাশা আহমেদ। দ্বিতীয়বারের মত আয়োজিত ফেস্টিভ্যালের এবারের শ্লোগান- ‘দেশী ভালোবাসি’ মেলার প্রায় ৪৫টি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে নকশিকাঁথা, বেনারসি শাড়ী, টাঙ্গাইল শাড়ী, জামদানি শাড়ী, মনিপুরী কাপড়, রাঙ্গামাটির চাকমাসহ অন্যান্যদের কাপড়, পাট ও বাঁশ-বেত পণ্য, শতরঞ্জিসহ ঐতিহ্যবাহী ১৫ ধরনের তাঁত ও কারুপণ্য। এছাড়া বুনন প্রক্রিয়া প্রদর্শনীর পাশাপাশি ফেস্টিভ্যালে থাকছে প্রতিদিন লোকজ শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, ফ্যাশন শো, সেমিনার, ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং ইভেন্টের আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশি ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ