Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপা দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ৭:১৫ পিএম

জাপা মানুষের আস্থা অর্জন করে সেই শূন্যতা দূর করবে। আমরা দেশের মানুষের আস্থা অর্জন করেই এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’- বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ওলামা পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘রাজনীতির জন্য টাকা প্রয়োজন আছে কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাপা। সাধারণ মানুষের আস্থা আর্জন করতেই জাপা রাজনীতি করছে।’

তৃণমূলে জাপাকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন, তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।’

দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাপা দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে।’ তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাপা সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।’

মতবিনিময় সভায় জাতীয় মহিলা পার্টির সভায় সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ‘ত্যাগ স্বীকার করতেই রাজনীতি করছি। নারীরা ঘর সামলে রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

জাতীয় ওলামা পার্টি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিব উল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক এসএম আল জুবায়ের। জাতীয় মহিলার সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহিলা পার্টির নেত্রী অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান এমপি প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ