Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাসদ নিয়ে এখন ঘাঁটাঘাঁটির সময় নয় : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাসদ নিয়ে এখন ঘাঁটাঘাঁটির সময় নয়, উগ্র সাম্প্রদায়িকতা রুখতেই এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতিহাসের অনেক সত্য রয়েছে যা সব সময় বলা সমীচীন নয়। আমাদের জঙ্গিবাদ নির্মূলে আরো বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ির নন্দনপুর এলাকায় ফুটওভারব্রিজের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় ফোরলেন প্রজেক্ট ডিরেক্টর আফতাব হোসেন খান, এডিশনাল প্রজেক্ট ডিরেক্টর আবদুস সবুর, ফোরলেনের ২নং প্রজেক্ট ম্যানেজার মাসুম সারোয়ার, সড়ক ও জনপথ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেন এবং সড়ক ও জনপথের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার নন্দনপুরে পৌঁছার আগে মন্ত্রী কুমিল্লা অংশের দাউদকান্দি, শহীদনগর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ক্যান্টনমেন্ট এলাকায় আরো ৬টি ফুটওভারব্রিজ উদ্বোধন করেন।   
জাসদ প্রসঙ্গে মন্ত্রী ওবায়েদুল কাদের আরো বলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জাসদ এবং বর্তমান সরকারে জাসদের মন্ত্রিত্ব সম্পর্কে যা বলেছেন এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। এটা সরকার কিংবা আওয়ামী লীগের বক্তব্য নয়। এসময়ে পরস্পরের মধ্যে বিভেদ-বিভাজন না করে উগ্র সাম্প্রদায়িকতা রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। মহাসড়কে যাত্রীদের নিরাপদ-নির্বিঘœ যাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে যাতায়াত ভাল হবে। যাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে রোভার স্কাউটের এক হাজার স্বেচ্ছাসেবক ঈদের আগে-পরে ৫ দিন দায়িত্ব পালন করবে এবং এজন্য তাদের সম্মানীও দেয়া হবে।
মন্ত্রী বলেন, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল করতে পারবে না। তবে পচনশীল পণ্য বহনকারী ভারী যান চলাচল করতে পারবে। ঈদে মহাসড়কে যানজট এড়াতে ফিটনেসবিহীন গাড়ি না চালাতেও নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, আগামী কোরবানী ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম ফোরলেন উদ্বোধন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাসদ নিয়ে এখন ঘাঁটাঘাঁটির সময় নয় : ওবায়দুল কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ