Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বর্ণিল সাজে বিপণিকেন্দ্র শপিংমল

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঈদ বাজারে ক্রেতা সমাগম বাড়ছে
আইয়ুব আলী : চট্টগ্রামে ঈদ বাজারে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে। শুরু হয়ে গেছে কেনাকাটা। মসজিদে মসজিদে চলছে খতমে তারাবিহ। ১৫ রোজার মধ্যে অধিকাংশ মসজিদে খতমে তারাবিহ শেষ হবে। আর তখন থেকে বাজারে ক্রেতার ঢল নামা শুরু হবে। এদিকে বর্ণিল সাজে সেজেছে বিপণিকেন্দ্রগুলো। ঈদ বাজারকে সামনে রেখে রোজার মাস শুরুর আগেই নবরূপে নতুন আঙ্গিকে সাজতে শুরু করে নগরীর বিপণিবিতান ও অভিজাত শপিংমলগুলো। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান শপিংমলে লেগেছে নতুনত্বের ছোঁয়া।
ব্যবসায়ীরা জানান, ক্রেতারা এখন আগের মত চাঁদ ঈদের জন্য অপেক্ষা করেন না। ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে ঈদের শপিং আগে ভাগে সেরে ফেলতে চান। ফলে ইতোমধ্যে শুরু হয়েছে ঈদ বাজার। নগরীর বিপণী বিতান ও শপিংমলগুলোতে এখন মহিলা ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিশেষ করে কাটা কাপড়ের (টু-পিস, থ্রি-পিস) দোকানে দোকানে ভিড় শুরু হয়েছে প্রথম রোজা থেকে। এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন দর্জি পাড়ার দোকানিরা। সাধারণত রোজা শুরুর আগে থেকেই নতুন করে সাজতে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এবারো তার ব্যতিক্রম হয়নি। ব্যবসায়ীদের আশা সবকিছু ঠিকঠাক থাকলে এবার ঈদে কাক্সিক্ষত ব্যবসা হবে। এদিকে রোজার শুরু থেকেই চাঙ্গা হয়ে উঠেছে চট্টগ্রামের ব্যবসানির্ভর সব প্রতিষ্ঠান। সেইসঙ্গে চাঙ্গা অর্থনীতিও। ঘরে ঘরে ব্লক বুটিক থেকে শুরু করে শো-রুম সবখানে লেগেছে ঈদের আমেজ। ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও বসে নেই। পণ্য নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াতে শুরু করেছেন তারাও। এবার ব্যবসা-বাণিজ্যের ভাল পরিবেশ রয়েছে।
নগরীর নিউমার্কেট, রেয়াজুদ্দিন বাজার, চকবাজারের মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, চক ভিউ সুপার মার্কেট, গুলজার টাওয়ার, সৈয়দ সেন্টার, ২নং গেটসংলগ্ন মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজা, জিইসি মোড়ের স্যানমার ওস্যান সিটি, টেরিবাজার, আগ্রাবাদ এলাকার ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, আক্তারুজ্জামান সেন্টারসহ একাধিক মার্কেট ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের শোরুম রকমারি পণ্যে সাজিয়েছেন। টেরিবাজারের এক ব্যবসায়ী জানান, এ মার্কেটের খুচরা ব্যবসায়ীদের কাছে শাড়ি থ্রি-পিচসহ শাড়ি কাপড়ের আইটেম বিক্রি হয়ে থাকে। শবে বরাতের পর থেকে মূল বেচা-বিক্রি শুরু হয়।
নগরীর রেয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারের পাইকারি দোকানগুলো এখন ব্যস্ত সময় পার করছে। নগরীর এসব পাইকারি দোকান থেকে পাবর্ত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ও কক্সবাজারসহ চট্টগ্রামের আশপাশের উপজেলাগুলোতে খুচরা ব্যবসায়ীরা কাপড় নিয়ে যায়। ফলে রমজানের কয়েকদিন আগে থেকে এসব পাইকারী দোকানে বিকিকিনি জমজমাট থাকে।
চট্টগ্রামের সবচেয়ে অভিজাত শপিং সেন্টার নিউমার্কেটে এখন জমজমাট ঈদ বাজার শুরু হয়েছে। নগরীর বিপণিবিতান ও শপিংমলগুলোতে নিজস্ব সিকিউরিটির পাশাপাশি পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এদিকে কাঁচাবাজারের পর নগরীর বিপণিবিতান ও শপিংমলগুলোতে গতকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। ফলে বেকায়দায় পড়েছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। তারা একটি কাপড়ে দুই থেকে তিন গুণ লাভ করে আসছে। ভ্রাম্যমান আদালতের অভিযানের মুখে তাদের মূল্য কারসাজির প্রক্রিয়া আপাতত ভেস্তে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে বর্ণিল সাজে বিপণিকেন্দ্র শপিংমল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ