Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছেন খালেদা জিয়া : যুবলীগ চেয়ারম্যান

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া প্রমাণ করতে চান, সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদে নেই। মানুষের উপর মানুষের বিশ্বাস হারানোর কাজে হাত দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার সকালে মহানগর নাট্যমঞ্চে সংগঠনের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ১৪ দলের আগামীকাল রোববারের মানববন্ধন সফল করার লক্ষ্যে যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ বর্ধিত সভা হয়।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রশ্ন করেন, কেন হিন্দু ধর্মীয় সেবক, বৌদ্ধ, খিস্ট্রান, মুসলিম, লেখক-প্রকাশক, পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা, গ্রামীণ হোমিও ডাক্তার, বিদেশী হত্যা, ব্লগার, শিক্ষক, ইমাম, ধর্ম যাজক, পুরোহিত হত্যা।
তিনি বলেন, ইদানিং গুম, খুন বেড়ে গেল কেন? মন্দিরের পুরোহিত, গির্জার যাজক- যারা ধর্মের কথা বলেন, শান্তির কথা বলেন- বেছে বেছে তাদের হত্যা করা হচ্ছে কেন? কোন উদ্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যা করা হচ্ছে? যারা এটা করছে তাদের উদ্দেশ্যে কি? অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানো?
ওমর ফারুক বলেন, জঙ্গি বা আইএসের উপর দোষ চাপিয়ে বিবৃতি দিলে হবে না। স্পষ্ট করতে হবে, সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর করতে হবে। জনগণ এখন বাসার সামনে সিসি ক্যামেরা লাগাচ্ছে। সাধারণ মানুষ ভীত। এই ভীতি দূর করতে হলে শুধুমাত্র আইন শৃঙ্খলাবাহিনীকে দোষারোপ করলে হবে না। আমাদেরও দায়িত্ব আছে।
যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপকভাবে প্রচার করতে হবে। মানুষ খুন হবে আতঙ্কের মধ্যে থাকবে কোন দেশ প্রেমিক এটা মেনে নিতে পারে না। তাই আমাদের নীরব থাকলে হবে না। যত দ্রুত সম্ভব এ বিষেয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ওমর ফারুক বলেন, অন্যকে দোষারোপ না করে সর্বস্তরের মানুষকে সচেতন করতে আমাদের জনমত তৈরি করতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে আগুন সন্ত্রাসীদের রোধ করেছেন তেমনি গুম, হত্যা বন্ধ করার কাজে হাত বাড়িয়ে দিয়ে জনগণের ক্ষমতায়ন বান্তবায়ন করার অঙ্গীকার করতে হবে। গুপ্তহত্যা সরলভাবে দেখলে হবে না। এখানে গভীর অনেক বিষয় রয়েছে। এই হত্যাকা-গুলো আসলে করানো হচ্ছে।
বর্ধিত সভার পূর্বে মহানগর নাট্যমঞ্চের সামনে ওমর ফারুক চৌধুরী প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে যুবলীগকর্মীদের মাঝে ফলজও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল, ইসমাইল চৌধুরী সম্রাট, ইসমাইল হোসেন, রেজাউল করিম রেজা প্রমুখ।
মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আহম্মেদ আল কবির, শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক, মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, যুবলীগের সম্পাদক ম-লীর সদস্য কাজী আনিছুর রহমান, মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছেন খালেদা জিয়া : যুবলীগ চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ