Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করছে হাসিনা সরকার: রিজভী

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করছে হাসিনা সরকার। তাদের একটি প্রদেশের যে অধিকার আছে, স্বাধীন বাংলাদেশের সে অধিকার নেই। বর্তমান সরকার ১৯২ জায়গায় দেশকে বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন। গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এই গোলটেবিল আলোচনার সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের সংগঠন।
রিজভী আহমেদ বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে দেশের স্বার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। তাদের মনোভাব হচ্ছে যা খুশি নিয়ে যাক, শুধু আমার ক্ষমতা থাকলেই চলবে।  
তিনি বলেন, দেশব্যাপী শুধু নিরীহ জনগণ গণগ্রেফতার করা হচ্ছে। এ অভিযানে শুধুই নিরিহ জনগণ গ্রেফতারের শিকার হচ্ছে। দেশ ব্যাপী যে অভিযান চলছে তাতে এ পর্যন্ত কোন জঙ্গি ধরা হয়নি। যা ধরা হয়েছে তাদের মধ্যে কোন জঙ্গি নাই। আসলে বিরোধী দলকে জঙ্গি বানানোর জন্যই এই গণগ্রেফতার করা হচ্ছে।
গণমাধ্যমের স্বাধীনতা নেই মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষের মুখ বন্ধ করার জন্য গণমাধ্যমের গলা চিপে ধরা হয়েছে। আজকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নাই। গণমাধ্যমের যতই প্রসার হোক না কেন, সব গণমাধ্যমে সরকার পক্ষের লোক থাকলে সেখানে সত্যি ঘটনা উঠে আসে না। এই যে এত ক্রসফায়ারে হত্যা হচ্ছে তার খবর গণমাধ্যমে আসেনা। ৭৫’ সালে যে ভাবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল আজকে ভিন্নভাবে এই স্বাধীনতা খর্ব করা হচ্ছে।
নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় ডেমেক্রেটিক মুভমেন্টের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণপার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবুল, রমিজউদ্দিন রুমী, কাজী মনিরুজ্জামান, যুবনেতা কাদের সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল আলিম খান প্রমুখ বক্তব্যে রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করছে হাসিনা সরকার: রিজভী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ