পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়-এর মধ্যে সম্প্রতি চুক্তি নবায়ন হয়েছে। বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং সিপিটিইউ’র পক্ষে আইএমই ডিভিশনের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আলী নুর চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি নবায়নের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা ই-জিপি ব্যবস্থাপনায় অনলাইনে টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণের সুবিধা পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিপিটিইউ’র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আসাদুল হক এবং ব্যাংকের এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।