পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সম্প্রতি কার্লোস ট্রেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুমের নাম জড়ানোর বিষয়ে বক্তব্য দিয়েছে উত্তর বিএনপি। বুধবার (১৬ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর একটি অনলাইন পত্রিকায় “সাবেক কমিশনারের অফিস থেকে বাড্ডা প্রকল্পের ৭১ টি নথি উদ্ধার” শিরোনামে প্রকাশিত সংবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম কে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ অসাবধানতাবশত করা হয়েছে। ঐ সংবাদের বর্ণিত কার্লোস ট্রেড লি ঃ এর ট্রেড লাইসেন্স এর প্রতিষ্টানটির মালিক হিসাবে যে এম.এ কাইয়ুমের নাম আছে তার সাথে ঢাকা মহানগর উত্তর বি.এনপির সভাপতি এম.এ কাইয়ুমের কোন সর্ম্পক নেই। এমন কি ট্রেড লাইসেন্সের ছবিটিই তারই প্রমাণ। এম.এ কাইয়ুম নামে অন্য একজনের প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম কে জড়িয়ে এধরনের সংবাদ প্রকাশ করা মোটেই সমোচীন নয়। এতে এম.এ কাইয়ুমের ব্যাক্তিগত সুনাম ক্ষুন্ন হয়েছে। অসাবধানতাবশত প্রকাশিত সংবাদে যার সাথে এম.এ কাইয়ুমের বাবা, মায়ের নাম ও ছবির কোন মিল নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।