Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আ’লীগের মনোনয়ন পেলেন জুয়েল আরেং ও নাজিম উদ্দিন

ময়মনসিংহের দুটি আসনের উপ-নির্বাচন

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার দুটি সংসদীয় আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) উপ-নির্বাচনে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপ-নির্বাচনে নাজিম উদ্দিন আহমেদ এ মনোনয়ন পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি।
গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) উপ-নির্বাচনে জুয়েল আরেংকে এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপ-নির্বাচনে নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন প্রদান করা হয়েছে।









 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগের মনোনয়ন পেলেন জুয়েল আরেং ও নাজিম উদ্দিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ