Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন অ্যাটর্নি অফিস তদন্ত শুরু করেছে

রিজার্ভ চুরির ঘটনা

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাব থেকে গত ফেব্রুয়ারিতে ৮  কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা ঘটে। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে ওই চুরির ঘটনা এর মধ্যেই বাংলাদেশে একাধিক সংস্থা তদন্ত করছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রিট ভারারার নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্টের অ্যাটর্নি অফিস ওই চুরির ঘটনার তদন্ত করতে শুরু করেছে। যদিও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এফবিআই এবং অন্য সরকারি সংস্থাগুলো সাইবার চুরির বিষয়ে সতর্ক বার্তা জানানোর প্রেক্ষিতে ফেডারেল আইনজীবীরা এই তদন্তের কার্যক্রম শুরু করলেন। গত সপ্তাহেই সাইবার নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছিল মার্কিন আর্থিক তদারকি সংস্থাগুলো। এই ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায় কতটুকু, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন অ্যাটর্নি অফিস তদন্ত শুরু করেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ