পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
‘শেখ হাসিনার দীক্ষা-মানসম্মত শিক্ষা, রূপালী ব্যাংক শিওরক্যাশে-উপবৃত্তি সারাদেশে’ এই সেøাগানকে সামনে রেখে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। এ মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গত বুধবার (১৫-০৬-১৬) রাজধানীর মতিঝিলস্থ হোটেল পূর্বাণীতে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, এফসিএ, দেবাশীষ চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।