পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে পর্যালোচনা করেছি।’- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই শীর্ষ নেতার এ বৈঠক হয়। বৈঠক শেষে বাংলা ভাষাতে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেছেন।
বহুল আলোচিত এ বৈঠকে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর ১ দশমিক ৮ কিউসেক পানি ব্যবহার, ঢাকা -হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিনিময়ে সমঝোতা হয়।
এছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন এবং উপকূলীয় নিরাপত্তায় বিষয়েও দুটি সমঝোতা স্মারক সই হয়। চুক্তি সই হয় লাইন অব ক্রেডিট বিষয়েও। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি-হাসিনা। যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক বিশ্ব দরবারে দৃষ্টান্ত বলে আখ্যা দেন উভয় নেতা।
তবে আবারো থমকে গেছে তিস্তা চুক্তি। তিস্তার পানিবণ্টন আলাপ ছাড়াই শেষ হয় মোদি-হাসিনা বৈঠক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।