Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুপ্তহত্যার প্রতিবাদে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে-মোহাম্মদ নাসিম

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদে দেশের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ ভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষকে বলবো, সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা জেগে উঠুন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। যেমনটা বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৭১ সালে ঐক্যবদ্ধ হয়েছিলেন, তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন।
গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের গুপ্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। আগামী ১৯ জুন রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকাল ৩ টা থেকে ৪ পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, ডা. দিলীপ কুমার রায়, আব্দুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে। তাই এখন দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়নের ধারাকে রোধ করতে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। তাই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সতর্ক ভাবে চলতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় ১৪ দল একটি অসাম্প্রদায়িক জোট। এই জোটের ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে। যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। প্রয়োজনে ১৪ দলীয় জোটকে আরও সম্প্রসারণ করা হবে। জাসদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের মূল নেত্রী শেখ হাসিনা। তিনি ১৪ দলের ঐক্যের প্রতীক। তার অনুপ্রেরণায় ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন আদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়, আমরা ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আছে, থাকবে। যতদিন আমাদের লক্ষ্য অর্জন না হয়, ততদিন থাকবে। এর কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তা না হলে ওই অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে। ’৭৫ সালের কথা ভুলে গেলে চলবে না। এটা মনে রেখে আমাদের কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস ক্লাবে হামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক ও দুঃখ প্রকাশের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নাসিম বলেন, যুক্তরাষ্ট্রে জঙ্গী হামলায় মানুষ নিহত হলে তিনি শোক জানান। কিন্তু নিজ দেশে নিরীহ মানুষ হত্যা হলে নীরব থাকেন। এটা কোন ধরনের রাজনীতি। এটা তাঁর ডাবল স্ট্যান্ডবাজি। আসলে তিনি এই সকল হত্যাকা-ের সঙ্গে জড়িত। তাই  নিন্দা না জানিয়ে সরকারকে দোষারোপ করছেন।
কেন্দ্রীয় ১৪ দলের মধ্যে কোন অনৈক্য নেই দাবী করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। ১৪ দল ঐক্যবদ্ধ ভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
ছাত্রলীগের কর্মশালায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দেয়া বক্তব্যের বিষয়ে হানিফ বলেন, ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়। হয়তো সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব এটা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। ১৪ দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবেই শেখ হাসিনার নেতৃত্বে দেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য ভূমিকা রাখবে। এই বক্তব্য নিয়ে কারও উস্কানীতে কোনো লাভ হবে না।
গুপ্ত হত্যা বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, আপনি গুপ্ত হত্যা বন্ধ করুন, তা না হলে দেশের মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।
মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গীদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে, তা থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই। তাই আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই যুদ্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে।
জাসদের বিষয়ে সৈয়দ আশরাফের বক্তব্যের বিষয়ে কামরুল বলেন, আমরা কোনো বিভেদ চাই না, ভুল বোঝাবুঝি চাই না। ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা এখন একাত্তরের চেয়ে ভয়াবহ যুদ্ধে লিপ্ত আছি। সেই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুপ্তহত্যার প্রতিবাদে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে-মোহাম্মদ নাসিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ