Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির দায়ে স্পিকারকে অপসারণে ব্রাজিলের কংগ্রেসে সিদ্ধান্ত

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের কংগ্রেস সম্পর্কিত নৈতিকতা কমিটি স্পিকার এডুয়ার্ডো চুনহাকে তার পদ থেকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে গতকাল মঙ্গলবার। চুনহার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সুইস ব্যাংকে নিজের অঘোষিত অ্যাকাউন্ট সম্পর্কে মিথ্যা বলেছেন।
তবে চুনহা এ ব্যাপারে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং কংগ্রেসের অন্য একটি কমিটিতে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। চুনহাকে পদ থেকে অপসারণের জন্য কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত প্রয়োজন। সম্প্রতি প্রেসিডেন্ট দিলাম রোসেফের পদচ্যুতির পেছনে চুনহাই মূল ভূমিকা পালন করেছিলেন। স্পিকারের আসন হারালে নিয়ম অনুযায়ী আইনি দায়মুক্তি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন তিনি। এতে শিগগিরই গ্রেফতার বরণ করে নি¤œ আদালতে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হতে পারেন।
চুনহাই ব্রাজিলে বিচারের মুখোমুখি হওয়া প্রথম কোনো বর্তমান আইনপ্রণেতা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস থেকে ৫ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের চুক্তির অভিযোগ আনা হয়েছে। চুনহা তার স্ত্রীর সাথে সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অ্যাকাউন্ট সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ায় নৈতিকতা কমিটি কংগ্রেস থেকে তাকে বের করে দেয়ার পক্ষে ভোট দেয়।
এদিকে প্রেসিডেন্ট তিমারের নতুন সরকারের মন্ত্রিসভার অনেক সদস্য এবং ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার কারণে তারা আত্মরক্ষায়  চুনহা ইস্যুতে দূরত্ব বজায় রাখছেন। অভিযোগ প্রমাণিত হলে চুনহাকে ১০ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে বলা জানানো গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতির দায়ে স্পিকারকে অপসারণে ব্রাজিলের কংগ্রেসে সিদ্ধান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ