Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৫:৩৮ পিএম

সমুদ্রের নৌযানগুলো পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও নিরাপত্তার লক্ষ্যে সেগুলো ডিজিটালাইজড করতে আনুষঙ্গিক যন্ত্র-যন্ত্রাংশ সংগ্রহ করা হচ্ছে। এর জন্য ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই আয়োজিত ছয় দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রণালয়ের সচিব রইছ-উল-আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, যুগ্মসচিব তৌফিকুল, আরিফ, এটুআই’র চিফ স্ট্র্যাটেজিস্ট (ই-গভর্নেন্স) ফরহাদ জাহিদ প্রমুখ।

শিগগিরই মন্ত্রণালয়সহ সব দফতর-সংস্থাকে ডিজিটালাইজড করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় ছাড়াও এর অধীনস্থ আটটি দফতর-সংস্থার কার্যক্রম ও সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল পদ্ধতি একটি সমন্বিত অনলাইন ও অফলাইন পন্থা। এতে গ্রাহকদের সেবা পেতে সময়, অর্থ ও যাতায়াতের কষ্ট কমবে। এছাড়া দ্রুততম সময়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমন্বিত একটি অ্যাপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলা কর্মশালায় অংশ নেন মন্ত্রণালয়সহ এর বিভিন্ন দফতর-সংস্থার ৩৫ কর্মকর্তা, নয়জন সরকারি-বেসরকারি ডিজিটাল সার্ভিস অ্যানালিস্ট, এটুআই’র ১০ কর্মকর্তা, ১১ জন সংশ্লিষ্ট সেবাগ্রহীতাসহ প্রায় ৭০ জন প্রতিনিধি।



 

Show all comments
  • আলাউদ্দীন ৩ অক্টোবর, ২০১৯, ১১:৩৬ পিএম says : 0
    আমার কথা হলো আমিতো বেকার আমার কি আর কথা থাকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ