Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির আমলে রেল ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছিল: রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৫:১৬ পিএম

বিএনপির আমলে রেল ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছিল। রেল বিভাগকে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিল তারা। সেই অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ট্রেন ব্যবস্থাকে আরো উন্নত করা হচ্ছে।’- কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে বিএনপি-জামায়াতের সমালোচনা করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘সড়কপথে ফোর লেন, সিক্স লেন করা হলেও রেলওয়েতে এখনও বেশিরভাগ সিঙ্গেল লাইন আছে। ডাবল লাইনের সংখ্যা বাড়েনি। ফলে যত ট্রেন বাড়াচ্ছি তত জ্যাম লাগছে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত মাত্র একটা লাইন। পশ্চিমাঞ্চলের সব ট্রেন আসে এই জয়দেবপুর দিয়ে। ঢাকা থেকে ট্রেন যায় এবং পশ্চিমাঞ্চল থেকে ট্রেন ঢাকায় আসে। তখন এক ট্রেন অন্য ট্রেনকে সাইড দিতেই সময় চলে যায়।’

সমস্যা সমাধানে রেলের ডাবল লাইনের সংখ্যা বাড়ানো হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ডাবল লাইন যুক্ত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী জানুয়ারি মাসেই শুরু হবে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজও কমপ্লিট হয়ে যাবে আগামী জুন মাসের মধ্যে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করা হয়েছে। জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল লাইন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে, আগামী বছরের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে।’

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।

 



 

Show all comments
  • abdul mozid ৩ অক্টোবর, ২০১৯, ৫:৪৪ পিএম says : 0
    জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত সিঙ্গেল লাইন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলমন্ত্রী

৩১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ