Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৪ কোটি টাকা কর দিয়েছে ডিএসই

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ শেয়ারহোল্ডারদের কাছ থেকে লভ্যাংশ আয়ের ওপর উৎসে কর কর্তন করে ৩৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৫৯৯ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
গতকাল ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটওয়ারী কর অঞ্চল-১৩ এর কমিশনার সেলিম আফজালের কাছে করের এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল হাসান এবং ব্যবস্থাপক মো: মিলন মিয়া।
এর আগে চলতি বছরের ৩ মার্চ ডিএসইর ৮২২তম বোর্ড সভায় (সেকশন ৫৪ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ অনুযায়ী) প্রথমবারের মতো ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়, যা ৩১ মার্চ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৫৪তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করা হয়। ঘোষিত লভ্যাংশ ৩০ মে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে ডিএসই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৪ কোটি টাকা কর দিয়েছে ডিএসই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ