Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সপ্তাহের শুরুতে পূঁজিবাজারে পতন

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দর বৃদ্ধিতে গত সপ্তাহ শেষ হলেও এ সপ্তাহের শুরুতেই দরপতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।
রোববার সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২০ দশমিক ১২ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৭৪ দশমিক ৮২ পয়েন্টে। বৃহস্পতিবার সূচক বেড়েছিল ৮ দশমিক ৮৯ পয়েন্ট। রোববার লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।
এদিকে, রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের। প্রথম দিনের লেনদেন শেষে ফান্ডটির দর বেড়েছে ৩০ শতাংশ। ১০ টাকা অভিহিত মূল্যেরে এ ফান্ডের দর দিনশেষে দাঁড়িয়েছে ১৩ টাকায়।
তবে বৃহস্পতিবার প্রায় ৭০০ কোটি টাকা লেনদেন হলেও রোববার তা ৫০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৫১২ কোটি ৬১ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৯২ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসাবে রোববার লেনদেন কমেছে ২২ দশমিক ৬৬ শতাংশ।
লেনদেনের শীর্ষে রয়েছে এমারল্ড অয়েল। দিনশেষে কোম্পানিটির ৩৬ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ১৬ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা। ১৫ কোটি ৪১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালমুনিয়াম। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে-গোল্ডেন সন, আইটি কনসালটেন্টস, অলটেক্স, ঢাকা ডায়িং, কাশেম ড্রাইসেল, তাল্লু স্পিনিং।
এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪৯ দশমিক ১৩ পয়েন্ট কমে দিনশেষে ৮৬৮৮ দমমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫০ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সপ্তাহের শুরুতে পূঁজিবাজারে পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ