Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির ফিটনেস নবায়নে সময় বাড়ল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

গাড়ির ফিটনেস নবায়নের সময় আরো চারদিন বাড়িয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবা রবিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কেএম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৩ জুলাই হাইকোর্ট ঢাকাসহ সারা দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা অন্তত: ৫ লাখ গাড়ির ২ মাসের মধ্যে ফিটনেস নবায়নের নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর আরো চারদিন বাড়ানো হলো। এ হিসেবে আগামি ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিটনেস মেয়াদোত্তীর্ণ গাড়ির ফিটনেস নবায়ন তথা হালনাগাদ করতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশ ও শুনানি ১৫ অক্টোবর। গতকাল সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাড়ির ফিটনেস

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ