পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য সৈয়দ মো. মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলামকে ৫ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আনসারুল্লাহ বাংলাটিমের এই দুই সদস্যকে ঢাকা চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।
তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করার কথা জানা গেছে, শীর্ষ নেতাদের নির্দেশে তারা ঢাকায় সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে আসেন।
অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুসাদের সঙ্গে বৈঠক করে যেভাবে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন, আনসারুল্লাহর এ দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা থেকে রাজধানীতে এসেছিলেন। তারা স্লিপার সেলের জন্যও অর্থ সংগ্রহে এসেছিলেন।
গত সোমবার গভীর রাতে কামরাঙ্গীরচর অঞ্চল থেকে সৈয়দ মো. মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।