পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম রেজিনা পারভীন জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তিনি এ পদোন্নতি পান। বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিনা পারভীন ১৯৮৮ সালে জনতা ব্যাংকে শিক্ষানবীশ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে ১৯৮৭ সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন, এছাড়া ২০১২ সালে গ্রীন ইউনিভার্সিটি হতে এমবিএ (এইচআরএম) ডিগ্রী অর্জন করেন। তিনি তাঁর চাকরীজীবনে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ বিভাগে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধান কার্যালয়েরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করেন। চাকুরীকালীন অবস্থায় তিনি দেশে-বিদেশে ট্রেনিং গ্রহণ করেছেন। সর্বশেষ তিনি লোকাল অফিসে সেফটিনেট প্রোগ্রাম সহ ফরেন রেমিট্যান্স, সঞ্চয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বরত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।