পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মনিরুজ্জামান মিঞাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি ও গুলশানের আজাদ মসজিদে একটি জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার ইন্তেকাল করেন এম. মনিরুজ্জামান মিঞা। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ নিয়ে আসা হয় তার নিজের সাবেক কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। সেখানে সকাল সাড়ে এগারোটায় তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়া প্রাঙ্গণে। জানাযা শেষে মনিরুজ্জামান মিঞার লাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি।
জানাযায় উপস্থিত ছিলেন সাবেক ভিসি ড. এমাজউদ্দীন, ড. এ কে আজাদ চৌধুরী, ড. এস এম ফায়েজ, সাবেক প্রো-ভিসি ড. আ ফ ম ইউসুফ হায়দার, প্রো-ভিসি ড. সহিদ আকতার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মনিরুজ্জামান মিঞার তৃতীয় ও শেষ নামাজে জানাযা হয় গুলশানের আজাদ মসজিদে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হয় বরেণ্য এ শিক্ষাবিদকে।
এদিকে তাঁর প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন ছুটি ঘোষণা করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।