Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় রমজানে পণ্যমূল্য বৃদ্ধি অব্যাহত নিয়ন্ত্রণে উদ্যোগ নেই

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা জেলার সর্বত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। একশ্রেণির ব্যবসায়ী সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বৃদ্ধি করে মুনাফা লুটে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণের কথা সরকারিভাবে বলা হলেও তা আনুষ্ঠানিকতার মধ্যে বাজার মনিটরিং আবদ্ধ হয়ে থাকায় বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে ব্যবসায়ীরা ইচ্ছামাফিক পণ্যের মূল্য বৃদ্ধি করে মুনাফা লুটে নিচ্ছে। ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ ক্রেতারা। ব্যর্থ হচ্ছে সরকারের বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ। মাগুরার বাজার ঘুরে দেখা গেছে কোনো দোকানেই পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে লাগানো নেই। রমজানে নিত্যপণ্যের মূল্য বাড়বে না, স্থিতিশীল থাকবেÑ সরকারের এমন পরিকল্পনার কথা বলা হলেও এমনকি পণ্যের ঘাটতি যেন না থাকে সরবরাহ যেন পর্যাপ্ত থাকে সে বিষয়ে জেলা পর্যায়ে সভা করে সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়। কিন্তু বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে রমজানের আগে থেকেই লাগামহীনভাবে বাড়ছে রমজাননির্ভর পণ্যের দাম। চিনি, ছোলা, পেঁয়াজ এর মূল্য বৃদ্ধি পেয়েছে। ৪৪ টাকার চিনি বর্তমানে ৫৬ টাকা, ২৫ টাকার পেঁয়াজ ৩৫ টাক, ৫৫ টাকার রসুন ১৩০ টাকা, ৫৫ টাকার ছোলা বর্তমানে ৯৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। কিন্তু কেউ দেখার নেই। ব্যবসায়ীরা ইচ্ছামত মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। রমজানে টিসিবি বিভিন্ন পণ্য বাজার দামের চেয়ে কম দামে বিক্রির উদ্যোগ নেয়। এবার নেবে কিনা তা কেউ জানে না। জেলায় একজন মার্কেটিং অফিসার আছেন তাকে কেউ চেনে বলে মনে হয় না। মার্কেটিং বিভাগ বলে টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সে কারণে তারা তাদের জানানোর প্রয়োজন মনে করে না। অথচ রমজানের শুরুতেই বাজারের এ লাগামহীন অস্বাভাবিক আচরণে ক্রেতা-ভোক্তারা আতঙ্কিত, ক্ষুব্ধ। বিশেষ করে সীমিত আয়ের শ্রমজীবীরা বর্তমান বাজারমূল্যে অসহায় হয়ে পড়েছে। প্রতি বছর বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হয়। এবার দেয়া হয়েছে কিনা জানা নেই। প্রতিটি জেলায় বাজার তদারকি দল থাকলেও মাগুরায় তাদের চেহারা কেউ দেখেছে বলে মনে হয় না। কি কারণে তারা নীরব তা অনেকের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। চিঠিতে দোকানে প্রকাশ্যে মূল্যতালিকা প্রদর্শনের ওপর জোর দেয়া হলেও মাগুরায় তা অনুপস্থিত। রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে মর্কেটিং অফিসারের নেতৃত্বে বাজার তদারকি দল গঠন করা হয়েছে কিনা তাছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার তদারকি করা হবে কিনা তা কেউ জানে না। এছাড়া মাগুরায় টিসিবির পণ্য সরবরাহ করা হবে কিনা এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় রমজানে পণ্যমূল্য বৃদ্ধি অব্যাহত নিয়ন্ত্রণে উদ্যোগ নেই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ