Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৭ কোটি টাকা

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৭২ কোটি টাকার কিছুটা বেশি। মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৬৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯৭ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারের প্রধান সূচক বাড়লেও অন্য সূচকগুলোতে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৮২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ০৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ২ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৭৩৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৯টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ একমি ল্যাবরেটরিজ, আমান ফিড, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা এবং খান ব্রাদার্স পিপি ওভেন। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৮৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৬৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ০৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ারদর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, বিএসআরএম লিমিটেড, কাশেম ড্রাইসেল, ডোরিন পাওয়ার এবং শাহজিবাজার পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৭ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ