Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় নিহতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে গত বছর ইরাক ও সিরিয়ায় চার দফা বিমান হামলায় ৫ জন বেসামরিক লোক নিহত ও ৮ জন আহত হয়ে থাকতে পারে। তবে নিরপেক্ষ পর্যবেক্ষকদের দাবি যে হতাহতের প্রকৃত সংখ্যা এর সংখ্যা অনেক বেশি। খবর আরটি।
সেন্টকমের মতে, অধিকতর প্রমাণে দেখা যায়, গত বছর ২৭ জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আই এস) লক্ষ্য করে চালানো ৪টি পৃথক বিমান হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ঘটনাগুলো থেকে দেখা যায় যে যদিও যুদ্ধে সকল নিয়ম অনুসররণ করে ও যথাযথ সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েই এ সব হামলা চালানো হয়েছিল, তারপও দুর্ভাগ্যজনক ভাবে বেসামরিক লোকজন হতাহতের ঘটনা ঘটেছে। এ সব হামলায় অনিচ্ছাকৃত প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং হতাহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীরতম সহানুভূতি জ্ঞাপন করছি।
সেন্টকমের বিবৃতিতে এ সব হামলার মধ্যে মারাত্মক হামলাটি চালানো হয় ১৩ আগস্ট রাক্কায় আইএসের সাইবার অপারেটিভ জুনাইদ হোসেনকে হত্যার লক্ষ্যে। মার্কিন বিমান হামলায় এ সময় ৩ বেসামরিক লোক নিহত ও ৫ জন আহত হয়।
২৪ সেপ্টেম্বর ইরাকের সিনজারের কাছে মোটর সাইকেল আরোহী এক আইএস সদস্যের উপর হামলা চালালে ২ জন বেসামরিক লোক নিহত হয়।
২৭ জুলাই ইরাকের আশ শারকাতের কাছে বিমান হামলায় একজন বেসামরিক লোক নিহত ও ১৫ অক্টোবর ইরাকের তাল আফারের কাছে আইএস শারিয়া বিচারক মোল্লা মায়সারের উপর বিমান হামলায় ২ জন বেসামরিক লোক আহত হয়।
এ মাসের প্রথম দিকে মসুলে আইএসের ব্যাংকে বিমান হামলা চালানোর পর পেন্টাগন বলে যে আইএসের উচ্চ পর্যায়ের নেতাদের হত্যার বিপরীতে বেসামরিক লোকদের প্রাণহানির পরিমাণ বিবেচনা করে দেখছে। তবে পেন্টাগন কর্মকর্তারা এ বিষয়ে বিশদ কিছু বলেন নি।
সেন্টকম জানায়, সাম্প্রতিক কাল পর্যন্ত তারা আনুমানিক ৯ হাজার ৮শ’ বার বিমান হামলায় মাত্র ২ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে এটা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। যেমন এয়ারওযারস বলে, ১৩৫টি হামলা ক্ষেত্রে বেসামরিক লোকজন নিহত হয়েছে। আর সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস গত বছর নভেম্বরে জানায় যে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বিমান হামলায় নিহত হয়েছে ২২৫ জন বেসামরিক লোক।
২০১৫ সালের ডিসেম্বরে সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো বিমান হামলার কোনো উল্লেখ করা হয়নি। পশ্চিমা সূত্রে বলা হয়, এতে ২৭ জন নিহত হয়। তবে সিরীয় সূত্রে নিহতের সংখ্যা ৩৪ ও আহতের সংখ্যা ১৭ বলে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় নিহতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ