পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে মুসলমানদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। যে কোনো মূল্যে ইসলাম ধর্মের স্বার্থেই মুসলমানদের ঐক্য অটুট রাখতে হবে। শুক্রবার রাতে দুবাই –আজমানে প্রবাসী বাংলাদেশি আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ একথা বলেন। দুবাই থেকে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এতথ্য জানিয়েছে
মতবিনিময় কালে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ইসলাম ও মুসলমানদের কল্যাণে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণকে প্রতিশ্রæতি দিয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শরিয়া তথা কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবেন না। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় সে প্রতিশ্রæতি রক্ষা করে চলেছেন। ওলামা মাশায়েখ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা নূরুল কবির ও মুফতি মীর কামাল।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার-ওলামা-মাশায়েখ বান্ধব। এরই ধারাবাহিকতায় কওমী শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান, শরিয়ত বিরোধী কোনো আইন পাশ না করা, হজ ব্যবস্থার উন্নয়ন ও দেশের ৫৮ জন বিশিষ্ট আলেমকে হজে পাঠানোসহ আলেম সমাজকে মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।