পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাত যাত্রীর কাছ থেকে দুই কেজি ১৩৬ গ্রাম ওজনের সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গত মঙ্গলবার পৃথক অভিযানে কয়েকটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে মমতাজ বেগম ও আয়েশা বেগম নামে দুই যাত্রীর শরীর ও লাগেজ তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের পাঁচ যাত্রীকে তল্লাশি করে ৮টি স্বর্ণের বার (৮৩৪ গ্রাম), দুটি স্বর্ণের চুড়ি (২৩৪ গ্রাম) ও একটি চেইন জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।