Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামায়াত নিষিদ্ধে টালবাহানা চলবে না

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : জামায়াত নিষিদ্ধ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
রোববার বিকেলে যশোর সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জামায়াত নিষিদ্ধ না করে আপনারা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। জামায়াতকে যারা নিষিদ্ধ করেছিলেন, তাদের মধ্যে আপনার (সৈয়দ আশরাফুল) বাবাও (সৈয়দ নজরুল ইসলাম) ছিলেন। তাহলে আপনাকে স্বীকার করতে হবে আপনার বাবা ভুল করেছিলেন। তাই আপনি আপনার বাবার বিপক্ষে দাঁড়িয়েছেন। যদি তা না হয়, তাহলে পরিষ্কার করে বলুন জামায়াত নিষিদ্ধ করতে সমস্যা কোথায়?
যশোর জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে মতবিনিময় সভায় শাহরিয়ার কবির আরো বলেন, জামায়ত নিষিদ্ধ করা যাবে না, এই টালবাহানা শুনতে চাই না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি দমনে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নেই। কিন্তু তার চার পাশে যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিরো টলারেন্স মানছে না। সারাদেশে গণগ্রেফতার করা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। আর বিএনপি- জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী দল। আওয়ামী লীগও যদি সাম্প্রদায়িক দলে পরিণত হয়। তবে দুই দলের মধ্যে পার্থক্য থাকবে না। আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনার পবিত্রতা নষ্ট হলে তাদের অস্তিত্ব থাকবে না।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত নিষিদ্ধে টালবাহানা চলবে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ