Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবের বিরুদ্ধে মামলা প্রেস কাউন্সিলে নিষ্পত্তি

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের এসএস রোড নিবাসী অসীম মÐল কর্তৃক উল্লাপাড়ায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি দখলের সংবাদ প্রকাশ করায় ইনকিলাবকে সতর্ক করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। উক্ত ব্যক্তির এক আবেদনের প্রেক্ষিতে জুডিশিয়াল কমিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও সদস্য ড. উৎপল কুমার সরকার, আকরাম হোসেন খান ও ড. মো. খালেদ এর রায়ে এ সতর্ক করা হয়। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট রায়হান মোর্শেদ। বিবাদী পক্ষে ছিলেন এ্যাডভোকেট দেলোয়ার হোসেন লস্কর। মামলা নং-০২/২০১৪ ইং।
গত ০২/১২/২০১৫ ইং তারিখ থেকে ১৮/০২/২০১৬ ইং তারিখ পর্যন্ত শুনানি শেষে ৩০ মার্চ ২০১৬ ইং তারিখে মামলাটির রায় দিয়েছেন প্রেস কাউন্সিল। রায়ে বলা হয়, ফরিয়াদীর দাখিলকৃত রায়সহ অন্যান্য কাগজপত্র পর্যলোচনায় দেখা যায় যে, ১২ শতক সম্পত্তি শ্রী শ্রী কালি মন্দিরের যেখানে বর্তমানে পূজা অর্চনা হচ্ছে। আর বাকী ৪৭ শতক সম্পত্তি মন্দির কর্তৃপক্ষ দাবি করে না। প্রতিবেদনটিতে যে ৭ একর সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। বাদীর দাখিলকৃত রায়ও ডিক্রি পর্যালোচনায় দেখা যায়, তা ৭.৬৬ একর সম্পত্তি। এই সম্পত্তি অনাবাসিক সম্পত্তি নয় বিধায় আদালত ঘোষণা দিয়েছে এবং বর্তমানে ঐ সম্পত্তি হলো শ্রী শ্রী নারায়ণ দেব ও শ্রী শ্রী দূর্গা দেবী মন্দিরের সম্পত্তি এবং দীলিপ কুমার তালুকদার হলো এর সেবায়েত। তাই প্রতিবেদনটি ছাপানোর পূর্বে যাচাই-বাছাই করা হয়নি বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। উপরন্তু ফরিয়াদীর প্রতিবাদ লিপিটি এক খোড়া অজুহাতে ছাপা হয়নি, যা প্রকাশের পূর্বে যাচাই-বাছাই করা সম্পাদক বা সংশ্লিষ্ট প্রতিবেদকের কর্তব্য ছিল। আবেদনকারীর অভিযোগ, প্রতিপক্ষের জবাব পাল্টা উত্তর এবং পক্ষগণের যুক্তিতর্ক বিবেচনা করে সদস্যদের সাথে একমত হয়ে বিচারিক কমিটি এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আবেদনকারীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রতিবেদন ইনকিলাবে প্রকাশ করে সাংবাদিকতার নীতি লঙ্ঘন করেছেন, যা প্রতিপক্ষের পেশাগত অসদাচারণ ছাড়া অন্য কিছু নয়। প্রতিপক্ষ ভবিষ্যতে এরূপ সংবাদ পরিবেশনে বিরত থাকবে। সুতরাং দৈনিক ইনকিলাবের সম্পাদক ও সংবাদদাতাকে ভৎর্সনা ও সতর্ক করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাবের বিরুদ্ধে মামলা প্রেস কাউন্সিলে নিষ্পত্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ