পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দিতে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক দল সশস্ত্র ডাকাত ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হিন্দু পাড়ার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম মাস্টারের বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ভেতরে অনুপ্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবি করে । আবুল কাশেম জানান, ঘরে নগদ টাকা বেশি না থাকায় তাকে মারপিট করা হয়। এসময় তার বড় কন্যা ফাতেমা খাতুন (শিক্ষিকা) ও অন্যান্য সন্তানেরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে ডাকাত দল সবাইকে এক ঘরে আটক করে বেদম প্রহার করে। এতে পরিবারের পাঁচজন সদস্য আহত হন। আহত ফাতেমা খাতুন সাংবাদিকদের জানান, একজন দুর্বৃত্ত তার পিতার মাথায় বন্দুক ঠেকিয়ে হজে যাওয়ার জন্য গচ্ছিত টাকা বের করে দিতে বলে অন্যথায় তাকে প্রাণ নাশের হুমকী দেয়। আবুল কাশেম হজের টাকা ব্যাংকে জমা দেয়ার রশিদ দেখানোর পর ডাকাত দল নগদ ১৫ হাজার টাকা ও ৬ ভরি সোনার গহনা লুটে করে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা বেশির ভাগ উঠতি বয়সের যুবক এবং তারা মুখোশ পরে ছিল। কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গভীর রাতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহকারে ঘটনাস্থলে যান এবং গ্রামবাসীদের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
এদিকে মিসমেথুইর হিন্দু পল্লীর নরেশ মাস্টার ও লিখন চন্দ্র জানিয়েছেন, একই রাতে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতেও ডাকাতির চেষ্টা করে কিন্তু আগের দিন রাতে প্রতিবেশি গোপেন্দ্র নাথ ভৌমিকের বাড়িতে আড়াই লক্ষাধিক টাকার মালামাল ডাকাতির ঘটনায় সজাগ গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এসব ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।