Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংক -জালালাবাদ গ্যাস চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩১ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জালালাবাদ গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর মধ্যে স¤প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং জেজিটিডিএসএল’র পক্ষে কোম্পানী সচিব এসএম আসাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার অনলাইন ব্যাংকিং সুবিধা ও মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’-এর মাধ্যমে জেজিটিডিএসএল-এর গ্রাহকদের গ্যাস বিল সংগ্রহের দায়িত্ব পেল। জেজিটিডিএসএল-এর লিয়াজোঁ কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেজিটিডিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এহসানুল হক পাটোয়ারি, মহাব্যবস্থাপক (মার্কেটিং-উত্তর) প্রকৌশলী মো. শাহিনুর ইসলাম এবং ব্যাংকের এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভূঁইয়া, এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ