Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯ পয়েন্ট। আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১১ পয়েন্ট। সূচকের সাথে সাথে উভয় পুঁজিবাজারে লেনদেনও কমেছে। এ দিনের কার্যক্রম শেষ হয়েছে সূচক ও লেনদেন উভয়ই পতনের মধ্যমে।
এদিন উভয় পুঁজিবাজাওে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ১৭ লাখ টাকার। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৩৮ লাখ টাকার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০ কোটি ২৭ লাখ টাকার। গতকাল রোববার ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৯৭ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৫১ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৬৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ারদর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ একমি ল্যাবরেটরিজ, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ডোরিন পাওয়ার, আমান ফিড এবং ইসলামী ব্যাংক।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৭০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে।
তবে সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটার, ইউনাইটেড এয়ার, জিপিএইচ ইস্পাত এবং বেক্সফার্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ