Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিতে উন্নতি করতে হলে শিল্পের উন্নয়ন করতে হবে -ড. মহিউদ্দীন খান আলমগীর

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সঞ্চয়কারী ও বিনিয়োগকারী হিসেবে আমরা আপনাদের দৌরগোড়ায় যাব। গ্রাহকদের সেবার কোন ত্রæটি থাকবে না। কৃষিকে উন্নতি করতে হলে শিল্পের উন্নয়ন করতে হবে। কৃষিপণ্য ব্যবসার মাধ্যমে প্রসার ঘটাতে হবে। কৃষিতে গুরুত্ব দেওয়ার সাথে সাথে শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে। রোববার বিকেল ৩টায় নওগাঁ শহরের রফিক টাওয়ার তৃতীয় তলায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৪১তম শাখা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. মহিউদ্দীন খান আরো বলেন, আমরা সকল ক্ষেত্রে বিনিয়োগ প্রসারিত করতে চাই। এই বাংলাকে সোনার বাংলা রুপান্তর করতে সক্ষম হবো। ভবিষ্যত প্রজন্মের জন্য যে দেশ আমরা দেখছি তা ভিন্নভাবে দেখতে চাই। সেবার মাধ্যমে ব্যবসা ও কৃষি ক্ষেত্রে প্রসারিত হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন দিকে অগ্রসর হচ্ছে ঠিক সে সময় দেশকে অস্থিতিশীল করার জন্যে জঙ্গিবাদ ও মৌলবাদগোষ্ঠী একেরপর এক হত্যা করে যাচ্ছে। সরকার তাদের দৃঢ হাতে দমন করার জন্য প্রতিশ্রæতিবদ্ধ। তার নমুনা ইতো মধ্যে আপনারা দেখেছেন। যখন জঙ্গিবাদ ও মৌলবাদকে উৎখাত করার জন্য সরকার পাকড়াও শুরু করেছে তখন একশ্রেণীর লোক বা একটি রাজনৈতিক দলের পক্ষ্য থেকে বলা হচ্ছে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি আরো বলেন , আমরা সুস্পষ্ট করে বলতে চাই তাদের কর্মী যদি সন্ত্রাসী হয় তাহলে সন্ত্রাসীদের লালন করেছেন, তাদের কমীর্রা যদি জঙ্গী হয় তাহলেও তাদের রক্ষা নেই। আমাদের সকল রাজনৈতিক দল রাজনৈতিন ব্যক্তি, গোষ্ঠীদের নিয়ে তাদেরকে সমাজ থেকে উৎচ্ছেদ করে দেশকে সুখী, সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে। এই সমর্থনে যারা বক্তব্য রাখবেন বা পদক্ষেপ গ্রহণ করবেন তাদেরও সন্ত্রাসী ও জঙ্গীবাদের মদদদাতা হিসেবে চিহ্নিত করে দমন করা হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ- ১ আসনের সাংসদ সাধনচন্দ্র মজুমদার, দি ফারমার্স ব্যাংক লি: চেয়ারম্যান অডিট মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি, দি ফারমার্স ব্যাংক লি: ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহাব উদ্দিন, নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, চেম্বার অব কর্মাসের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক কমল প্রমূখ বক্তব্য রাখেন। ব্যাংকের পরিচালক ও ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) একেএম শামীমের সভাপতিত্বে এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিতে উন্নতি করতে হলে শিল্পের উন্নয়ন করতে হবে -ড. মহিউদ্দীন খান আলমগীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ