Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মংলায় বসুন্ধরা এলপি গ্যাসের ২০০০ মেট্রিকটনের নতুন ট্যাংকার

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

উত্তরোত্তর গ্রাহক চাহিদা বৃদ্ধির ফলে বসুন্ধরা এলপি গ্যাস তাদের নতুন ট্যাংকারের কাজ শুরু করেছে। মংলায় অবস্থিত নজস্ব কারখানায় ২০০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এই ট্যাংকারটি স্থাপন করা হচ্ছে। গত ৬ জুন এর স্থাপনকাজ শুরু হয়েছে। এই ট্যাংকার স্থাপনের ফলে মংলায় বসুন্ধরা এলপি গ্যাসের মোট ধারণক্ষমতা হবে ৫০০০ মেট্রিকটন যা বেসরকারি খাতে দেশের সর্বোচ্চ।
নতুন ট্যাংকার স্থাপন উপলক্ষে মংলায় বসুন্ধরা এলপি গ্যাসের কারখানায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বসুন্ধরা গ্রæপের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকগণ অংশগ্রহণ করেন।
পাইপলাইন গ্যাসে সরবরাহ সংকট এবঙ নতুন করে বচসতবাড়িতে গ্যাস সংযোগ না দেয়ায় সাম্প্রতিক সময়ে এলপিজি’র চাহিদা অনেক বেড়েছে। সরকারিভাবেও এলপিজিকে বিভিন্নবাবে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে আগামীতে এলপি গ্যাসের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পাবে। এ ট্যাংকার স্থাপন হলে দেশে এলপি গ্যাসের ববিস্যৎ চাহিদার অনেকটাই পূরণ করতে সক্ষম হবে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বেসরকারি এলপিজি প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মংলায় বসুন্ধরা এলপি গ্যাসের ২০০০ মেট্রিকটনের নতুন ট্যাংকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ