Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলালিংক নিয়ে এলো ডিজিটাল হেল্থ অ্যাপ-‘বাংলালিংক হেল্থ জোন’

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ প্রথমবারে দেশে ডিজিটাল হেল্থ অ্যাপ ‘বাংলালিংক হেল্থ জোন’ চালু করেছে বাংলালিংক। গ্রাহকরা এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিগত স্বাস্থ্য সেবা নিতে সক্ষম হবেন। এর অত্যাধুনিক প্রযুক্তির ড্যাশবোর্ড পদ্ধতির মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন। এটির ব্যক্তিগত মেডিকেল ডিভাইস ডাটা দিয়ে গ্রাহকরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপক তথ্য সন্নিবেশিত করতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে চিকিৎসক অথবা কেয়ার প্রোভাইডারকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করতে পারবেন। গতকাল (রোববার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলালিংক হেল্থ জোন’- এ সাবস্ক্রাইব করে গ্রাহকরা হার্ভার্ড মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা সম্পাদিত পরামর্শ, টিপ্স বিভিন্ন রোগ ও স্বাস্থ্যবিষয়ক বিস্তারিত তথ্য পাবেন। এটি একটি সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা। বাংলালিংক গ্রাহকরা এই অ্যাপ ডাউনলোড করতে “ঝঞঅজঞ ঐত” লিখে ৭০৩০-তে পাঠাতে পারেন এবং গুগল প্লে স্টোর/ অ্যাপল স্টোরে “ইধহমষধষরহশ ঐবধষঃয তড়হব” সার্চ করতে পারেন। রেজিস্ট্রেশন করার পর গ্রাহকরা ৫০ টাকায় (+ভ্যাট এবং এসডি) ৭০ মেগাবাইট বোনাস ডাটা ভলিউম ১০ দিন উপভোগ করতে পারবেন। সাবস্ক্রিপশন করার পর গ্রাহকরা অ্যাপটি ডাউনলোড করতে এটি লিংক পাবেন। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে এবং সংরক্ষণ করতে গ্রাহকদের একটি ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে হবে। এছাড়াও বাংলালিংক হেল্থ জোন সার্ভিসের নিবন্ধিত গ্রাহকরা নির্ধারিত থ্রিজি ডাটা প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
বাংলালিংক-এর হেড অব কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, “দেশের স্বাস্থ্য খাত সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তবে এই খাতে খুব বড় ধরনের ডিজিটাল সেবা লক্ষ্য করা যায় না। মানুষ কোনো অসুবিধায় পড়লে তাৎক্ষণিক সেবা গ্রহণের জন্য কোনো ওয়ান স্টপ সেবা পাওয়ারও সুযোগ নেই। সাধারণ মানুষের এই অসুবিধার কথা বিবেচনা করে বাংলালিংক-এ আমরা দেশে প্রথমবারের মতো ডিজিটাল হেলথ্ অ্যাপ সার্ভিস ‘বাংলালিংক হেল্থ জোন’ আনতে পেরে সত্যিই আনন্দিত। এর ফলে বাংলালিংক ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলালিংক নিয়ে এলো ডিজিটাল হেল্থ অ্যাপ-‘বাংলালিংক হেল্থ জোন’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ