Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগকে ক্ষমতাচ্যুত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে : খাদ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম সা¤প্রতিক গুপ্তহত্যায় বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেছেন, বাংলাদেশ ষড়যন্ত্রের আগ্নেয়গিরির মধ্যে অবস্থান করছে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথ্য-প্রযুক্তিসহ সব দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে তার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। অপরদিকে যে ইসরাইলকে বাংলাদেশ কখনও স্বীকার করে না, সেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিএনপি দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু বার্তার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, বর্তমানে রাজনীতিতে দুঃসময় চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করতে দেশকে জঙ্গিবাদের তকমা লাগানো হচ্ছে। টার্গেট হত্যাকাÐ চলছে। আমি বলতে চাই, অতীতে বঙ্গবন্ধুর দুঃসময়ে যেমন নেতাকর্মীরা তার পাশে ছিলেন, তেমনি শেখ হাসিনার পাশেও নেতাকর্মীরা থাকবেন। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলা, তারেক রহমানের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নিষ্পত্তির পথে। আর এ কারণেই বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে জঙ্গিবাদী কায়দায় দেশে গুপ্তহত্যা চালাচ্ছে।
কামরুল বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার পরিণতি বুঝতে পেরে বিএনপি-জামায়াত দেশ ধ্বংসের নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। এসব করে বিএনপি ইতিমধ্যে রাজনৈতিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দলে পরিণত হয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, সা¤প্রতিক সময়ে সংঘটিত গুপ্তহত্যাসহ সব হত্যাকাÐে এরাই যে সরাসরি জড়িত, আমাদের কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ আছে। আগুন সন্ত্রাসে ব্যর্থ বিএনপি গুপ্তহত্যায় মদদ দিচ্ছে। দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্যই এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদেরকে ৭১’র মতো পরাজিত করে ধ্বংস করতে হবে।
কামরুল বলেন, বিএনপি-জামায়াত দেশে একটা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এজন্যই আইএস আল কায়েদার নামে প্রচারণা চালাচ্ছে। দেশে আইএস, আল কায়েদা বলে কিছু নেই। আছে বিএনপি জামায়াত সমর্থিত কিছু সন্ত্রাসী জঙ্গি।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের দুঃখ হয়, যে দলটি (বিএনপি) তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে, সেই দলটি কিভাবে এতো দ্রæত সন্ত্রাসী জঙ্গি সংগঠনে পরিণত হয়। সত্যিকার অর্থে বিএনপি আগুন যুদ্ধে পরাজিত হয়ে সংখ্যালঘু স¤প্রদায়কে ভীতির মধ্যে রাখার জন্যই একের পর এক গুপ্তহত্যা চালাচ্ছে।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহসম্পাদক লিয়াকত হোসেন খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগকে ক্ষমতাচ্যুত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে : খাদ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ