Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেএসসি পরীক্ষার পড়াশোনা

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আছিয়া কামাল
সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান), ভিকারুন নিসানূন স্কুল এন্ড কলেজ
অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
১) পাল রাজাদের পর বাংলায় কোন রাজবংশ রাজত্ব শুরু করেছিল?
ক) মৌর্য রাজবংশ খ) গুপ্ত রাজবংশ গ) সেন রাজবংশ ঘ) চন্দ্র রাজবংশ
২) কে সেনাদের হটিয়ে দিয়ে বাংলা দখল করেছিল?
ক) আলাউদ্দিন হুসেন শাহ খ) নাসিরউদ্দিন হোসেন শাহ
গ) বখতিয়ার খিলজি ঘ) ফখরুদ্দিন মোবারক শাহ।
৩) কত সালে বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠিত হয়?
ক) ১৩৩৮ সালে খ) ১৩৩৯ সালে গ) ১৩৪০ সালে ঘ) ১৩৪১ সালে
৪) বাংলায় স্বাধীন সুলতানি কতবছর স্থায়ী হয়েছিল?
ক) একশ বছর খ) দুইশ বছর গ) তিনশ বছর ঘ) চারশ বছর
৫) আকবরের পুত্রের নাম কি?
ক) হুমায়ুন খ) বাবর গ) শহজাহান ঘ) জাহাঙ্গীর
৬) সুবেদার শায়েস্তা খান কতসালে দিল্লীতে ৩০ লক্ষ টাকা পাঠান?
ক) ১৫৭৮ সালে খ) ১৬৭৮ সালে গ) ১৫৮৮ সালে ঘ) ১৬৮৮ সালে
৭) সেনরা কোথা হতে এদেশে এসেছিল?
ক) পশ্চিম ভারত খ) উত্তর ভারত গ) পূর্ব ভারত ঘ) দক্ষিণ ভারত
৮) দিল্লীর সাথে বাংলার সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের কারণ-
ক) আকবরের মসনদে বসা খ) হুমায়ুনের মসনদে বসা গ) জাহাঙ্গীর মসনদে বসা ঘ) বাবরের মসনদে বসা
৯) তুর্কিদের আগমনের পর এদেশ ইসলাম ধর্মের সংস্পর্শে আসে এতে বোঝা যায়-
ক) তুর্কিরা ধর্ম প্রচারক খ) তুর্কিরা মুসলমান
গ) তুর্কিরা যাযাবর ঘ) তুর্কিরা যোদ্ধা
১০) জাহাঙ্গীর বাংলার কোষাগার থেকে ধন-সম্পদ নিতে শুরু করে যে কারণে-
র) যুদ্ধ বিগ্রহের ব্যয় মিটাতে রর) শিল্প সাহিত্যের জন্য
ররর) বিলাস বিনোদনের জন্য
নিচের কোনটি সঠিক
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
১১) ওয়েস্ট কলিয়ার চুক্তি কত সালে সম্পাদিত হয়?
ক) ১৪৪৮ সালে খ) ১৫৪৮ সালে গ) ১৬৪৮ সালে ঘ) ১৭৪৮ সালে
১২) বাংলার কোন কাপড় উরোপিয়ানদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে?
ক) মোটা কাপড় খ) খাদি কাপড় গ) মিহি কাপড় ঘ) রেশমি কাপড়
১৩) শুধু কাশিম বাজারে বছরে কত বেল সিল্ক উৎপাদিত হতো?
ক) ১৮ হাজার বেল খ) ২০ হাজার বেল গ) ২২ হাজার বেল ঘ) ২৪ হাজার বেল
১৪) ওলন্দাজরা তাদের সিল্ক ফ্যাক্টরিতে কতলোক নিয়োগ করত?
ক) ৩শ থেকে ৪শ খ) ৪শ থেকে ৫শ গ) ৬শ থেকে ৭শ ঘ) ৭শ থেকে ৮শ
১৫) ১৬৮২ সালে বাংলার ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে কে হুগলিতে আসেন?
ক) উইলিয়াম হেজজ খ) উইলিয়াম বেন্টিংক গ) ওয়ারেন হেস্টিংস ঘ) লর্ড উইলিয়াম
১৬) বাংলার বাণিজ্য খাতে বহুকাল পরে রমরমা ভাব দেখা দেয় কোন কারণে?
ক) ইউরোপীয় বণিকদের জন্য খ) আফগান বণিকদের জন্য গ) খনিজ আবিষ্কারের জন্য ঘ) কৃষির উচ্চ ফলনের জন্য
১৭) সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
ক) ১৮ বছর খ) ২০ বছর গ) ২২ বছর ঘ) ২৪ বছর
১৮ ) সিরাজউদ্দৌলা কাদের হাতে পরাজিত হন?
ক) মরাঠাদের খ) বিহারিদের গ) আফগানদের ঘ) ইংরেজদের
১৯) ভারতে ক্ষমতা লোভী বণিক সমাজের অভ্যুদয় ঘটে কেন?
ক) অর্থনীতির বিস্তারের ফলে খ) সামাজিক কারণে গ) রাজনৈতিক কারণে ঘ) শিক্ষা বিস্তারের ফলে
২০) মীরজাফর নবাব পরিবারের হলেও ইংরেজদের সহযোগিতা করে কারণ-
ক) ইংরেজদের নিকট থেকে উপঢৌকন লাভ
খ) সিংহাসনে না বসতে পারার ক্ষোভ
গ) ইংরেজদের উদ্দেশ্য সৎ ছিল বলে
ঘ) নবাব অত্যাচারী ছিল বলে
২১) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়?
ক) ১৪০০ সালে খ) ১৬০০ সালে গ) ১৭০০ সালে ঘ) ১৮০০ সালে
২২) কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?
ক) ২রা আগস্ট খ) ৩রা আগস্ট গ) ২ মার্চ ঘ) ৩ মার্চ
২৩) কোন সেনাপতি কলকাতা দখল করে নেন?
ক) সেনাপতি ওয়াটসন খ) সেনাপতি হেস্টিংস গ) সেনাপতি কর্নওয়ালিস ঘ) সেনাপতি ওয়েলেসলি
২৪) ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে নিযুক্ত হন?
ক) লর্ড উইলিয়াম খ) লর্ড হার্ডিঞ্জ গ) লর্ড ডালহৌসি ঘ) লর্ড ক্যানিং
২৫) কখন বঙ্গভঙ্গের পরিকল্পনার বহিঃপ্রকাশ হয়?
ক) ১৯০৫ সালে খ) ১৯০৭ সালে গ) ১৯১১ সালে ঘ) ১৯১৪ সালে
উত্তরমালাঃ
১। গ ২। গ ৩। ক ৪। খ ৫। ঘ ৬। খ ৭। ঘ ৮। গ ৯। খ ১০। ঘ ১১। গ ১২। গ ১৩। গ ১৪। ঘ ১৫। ক ১৬। ক ১৭। গ ১৮। ঘ ১৯। ক ২০। খ ২১। খ ২২। খ ২৩। ক ২৪। ঘ ২৫। ক ।



 

Show all comments
  • Ankita ১৭ জানুয়ারি, ২০২০, ১১:০৭ এএম says : 0
    Thank you sir
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসসি পরীক্ষার পড়াশোনা

৩১ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন