Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে প্রায় এক হাজার ইভিএম পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:০৮ পিএম

রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশন ভবনে প্রায় এক হাজার ইভিএম পুড়ে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।
নির্বাচন কমিশন ভবনের নিচতলায় গতকাল রাতে অগ্নিকাণ্ডে পোড়া অংশ পরিদর্শন শেষে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোখলেছুর রহমান আরও বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হকে পারে। তবে এতে রংপুর উপনির্বাচনে কোনো প্রভাব পরবে না।অপরদিকে আগুনে জাতীয় পরিচয়পত্র সার্ভারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা তারাও বলতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন কমিশন ভবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ