পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, অবৈধভাবে দখল করে থাকা রেলওয়ের জমি, কোয়ার্টার থেকে দখলদারদের উচ্ছেদ করা হবেই। সেইসঙ্গে রেলওয়ের সম্পত্তি রেগুলারাইজ করা হবে। রেলওয়ের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে।
আজ রোববার সকাল ৯টায় সৈয়দপুরের বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'যারা রেলওয়ের জমি বা কোয়ার্টার দখল বা বিক্রির সঙ্গে জড়িত তাদের কাছ থেকে দখলকৃত সম্পত্তি উদ্ধার করা হবেই। এ ছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের সম্পদ কারও ব্যক্তিগত সম্পদ নয়। এটা জনগণের তথা রাষ্ট্রের সম্পদ। তাই এ সম্পদ কুক্ষিগত করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।'
তিনি বলেন, এবার উচ্ছেদ নোটিশ দেওয়ার ফলে যারা দালালদের মাধ্যমে অবৈধভাবে দখল করে আছে, তারা নতুন করে লিজ নেওয়ার জন্য আবেদন করবে। যারা অবৈধভাবে আছে, তাদের আবেদনের সুযোগ রয়েছে। দালালমুক্ত হয়ে তারা আবেদন করলে সরকার তাদের আবেদন ভেবে দেখবে।' তিনি বলেন, 'বারবার উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। অদৃশ্য কারণে তা থমকে যায়। কিন্তু এবার কোনোভাবেই উচ্ছেদ অভিযান বন্ধ করা হবে না। যেকোনও মূল্যে অবৈধ দখলমুক্ত করা হবেই। এক্ষেত্রে কোনও প্রকার টালবাহানার সুযোগ নেই।'
এ সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদলসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।