পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ব্যবসায়িক অর্জন, অসামান্য নেতৃত্ব, চিকিৎসা, সংস্কৃতি, পরিবেশ, খেলাধুলা, প্রযুক্তি, মানবিক উদ্যোগ অর্জনের অবদান-মোট ৮ ক্যাটাগরিতে ১০ তরুণকে স্বীকৃতি দেবে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই বাংলাদেশ)।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের তরুণদের অসামান্য অর্জনের স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ঘোষণা দেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রেডিসন হোটেলে এই ১০ তরুণের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
জেসিআই বাংলাদেশ ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেসিআই বর্তমানে বিশ্বের ১২০টির মতো দেশে কাজ করছে।
সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।