Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্ট নেতাদের আস্থা বিদেশিদের ওপর: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০৫ পিএম

বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের আস্থা বিদেশিদের ওপর। তারা বারবার কূটনীতিকদের সাথে বসে এটাই প্রমাণ করছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কোনোকিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশিদের কাছে। অনেকেই বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার ক্ষেত্রে সফল, কিন্তু কার্যক্ষেত্রে বিফল।

আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলন কোন বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না। এমন আন্দোলনের ঘোষণা তারা অতীতে বহুবার দিয়েছেন। কিন্তু মাঠে তাদের কাউকে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।



 

Show all comments
  • HABIB ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩১ পিএম says : 0
    দেশের সুনাম তো বাড়ছেই তাতে কেন এত ব্যাথা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ